ফের ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু, শোকাহত পরিবার
আচমকা হাতিটি যুবককে ধরে পিষে দেয়। ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।
Truth Of Bengal: ফের ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হল একজনের। মৃতের নাম আকাশ খেরিয়া (৩৫)। তিনি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের আইভিল চা বাগানের বায়লা লাইন এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, মঙ্গলবার বিকেলে আকাশ খেড়িয়া আইভিল চা বাগানের বাদ্রে খোলা এলাকায় স্নান করতে যায়। এদিকে সেসময় ওই এলাকার একটি ঝোপের মধ্যেই একটি বড় দাতাল হাতি আশ্রয় নিয়েছিল। আচমকা হাতিটি যুবককে ধরে পিষে দেয়। ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা রাতেই ওই এলাকায় গিয়ে দেহটি উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালের যান জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। মৃতের পরিবার যাতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে বনদপ্তরের সাথে কথা বলার আশ্বাস দেন তিনি। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার ভোরে দুটি হাতি শালবাড়ি মোর সংলগ্ন খাড়িয়ার বন্দর এলাকায় দাপিয়ে বেড়ায়।ওই দিন ওই এলাকার এক তরুণী হাতিকে দেখেই অসুস্থ হয়ে পরে এবং পরে তরুণীর মৃত্যু হয়। ওই হাতি দুটির মধ্যে একটি হাতি আইভিল চা বাগানের এই ঝোপের মধ্যে এসে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।






