রাজ্যের খবর
Trending

মার্চে সম্পন্ন হল ডোমকল মহকুমা আদালতের পরিকাঠামো নির্মাণ

Construction of Domkal Sub-Divisional Court infrastructure was completed in March

The Truth Of Bengal : অবশেষে দাবিপূরণ হচ্ছে। মার্চে চালু হতে চলেছে ডোমকল মহকুমা আদালত। ইতিমধ্যে পরিকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে।পরবর্তীতে ধাপে ধাপে ক্রিমিন্যাল কোর্ট,ফাস্ট ট্রাক কোর্ট চালু হয়ে যাবে।এরফলে মুর্শিদাবাদের মানুষকে আর বিচার পাওয়ার জন্য নদিয়ায় ছুটে যেতে হবে না।কতটা এগিয়ে মহকুমা আদালতের কাজ ? আমাদের ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে।

প্রতিক্ষার অবসান। ডোমকল মহকুমা আদালত চালু করার নতুন করে তত্পরতা  শুরু হল ।আশা করা হচ্ছে মার্চের মধ্যে এই মহকুমা  আদালতের দরজা খুলে যাবে।  আদালত চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। প্রথম ধাপে সিভিল কোর্ট দিয়েই আদালতের কাজ শুরু হচ্ছে  । পরবর্তীতে ধাপে ধাপে ক্রিমিন্যাল কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্টও চালু হয়ে যাবে।ডোমকল মহাকুমা কোট পরিদর্শন করেই আশ্বস্ত করলেন আধিকারিকেরা। আগামী মার্চ মাসের মধ্যে কোট চালু করার ঘোষণা করলেন  রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি (জুডিসিয়াল) সিদ্ধার্থ কাঞ্জিলাল।

এক বছর আগে ভবনও তৈরি হয়ে গিয়েছে। তবে এখনও চালু হয়নি ডোমকল মহকুমা আদালত। পাশের জেলা তেহট্ট  মহকুমা আদালত চালু হয়ে গিয়েছে অনেক আগে। এর ফলে ডোমকলের বাসিন্দাদের আইনি পরিষেবা পেতে ছুটতে হচ্ছে ৫০-৬০ কিমি দূরে বহরমপুর অথবা লালবাগের মহকুমা আদালতে।   আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘‘মার্চের মধ্যে আদালতের একটি বিভাগও চালু করব।’’ আইনি সমস্যা ডোমকল মহকুমায় কম হয় না। দীর্ঘদিন ধরেই এখানে আদালত তৈরির দাবি রয়েছে। পরে আদালতের ভবন তৈরি হলেও বছরখানেকেরও বেশি সময় ধরে সেই ভবন   পড়ে আছে। প্রশাসন ডোমকল মহকুমা আদালত চালুর প্রতি আন্তরিক হওয়ায় আশায় বুক বাঁধছে জেলার মানুষ।

FREE ACCESS

Related Articles