বিপর্যস্ত পাহাড়, ধস নেবে বন্ধ রাস্তা, হাসপাতলে পৌঁছতে চরম হয়রানি
Disturbed mountains, roads closed to collapse, extreme harassment to reach the hospital

The Truth of Bengal: বক্সা ব্যাঘ্র প্রকল্পের পাহাড়ে চূড়ায় অবস্থিত বক্সা ফোর্ট। তার চারপাশে অবস্থিত পাহাড়ি দুর্গম এলাকায় প্রায় ১০ টি গ্রাম। সেই সমস্ত এলাকার নাগরিকদের শারীরিক পরিস্থিতির যাবতীয় চিকিৎসার জন্য বক্সা ফোর্ট এলাকায় একটি গ্রামীণ হাসপাতাল তৈরি করা হয়। সেখানে একজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে পরিষেবা দেওয়া হয়।
তবে বর্ষার এই প্রাকৃতিক দুর্যোগে ওই গ্রামীন হাসপাতালের কোন পরিষেবার সুবিধে পাচ্ছেন না এলাকার শতাধিক গ্রামের বাসিন্দারা। তার মধ্যে বিগত কয়েকদিনের বৃষ্টিতে একাধিকবার এলাকায় ধস নামে। সদর বাজার এলাকায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছেন এলাকার গ্রামের বাসিন্দারা। তার মধ্যে গত মঙ্গলবার রাতে বক্সা পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থিত লাল বাংলো এলাকার এক বৃদ্ধ আচমকাই অসুস্থ হয়ে পড়েন।
তবে পালকি এম্বুলেন্সের পরিষেবা বন্ধ থাকায় বাধ্য হয়ে বাসের মাচায় করে ওই রোগীকে জেলা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। এদিন দুর্গম ওই পাহাড়ি রাস্তা অতিক্রম করে বাসের মাচা করে ওই রোগীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। বর্তমানে ওই বৃদ্ধ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।