রাজ্যের খবর

ক্রেতা সেজে এসে সোনার গয়না নিয়ে উধাও! শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য

Disguised as a buyer, disappeared with the gold jewelry! Widespread excitement in Siliguri

Truth of Bengal: শিলিগুড়ির বুকে ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা। হিলকার্ট রোডে অবস্থিত একটি সোনার দোকানে এক ব্যক্তি ক্রেতা সেজে এসে চুরি করে নিয়ে পালিয়ে যায় সোনার অলংকার ভর্তি একটি প্যাকেট। এই ঘটনায় চমকে উঠেছে গোটা এলাকা। দোকান মালিক এবং আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে দোকানে প্রবেশ করে। দোকানদারের কাছে বাচ্চাদের পরার মতো সোনার অলংকার দেখানোর অনুরোধ করে। দোকানদার যথারীতি কয়েকটি সোনার অলংকার কাউন্টারে রাখেন। সেই সময়ই অভিযুক্ত ব্যক্তি অলংকার ভর্তি প্যাকেটটি হাতে তুলে নিয়ে আচমকা দোকান থেকে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে দোকানদার ও কর্মীরা কিছু বোঝার আগেই সে চোখের আড়ালে চলে যায়। দোকান মালিক বিনয় কুমার জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গহনা ছিল ওই প্যাকেটে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি দল। তারা দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরের গতিবিধি বিশ্লেষণ শুরু করেছে। পাশাপাশি আশপাশের দোকানগুলির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরি বলেই মনে হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির চেহারা সিসিটিভিতে ধরা পড়েছে এবং তার ভিত্তিতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি, তবে শীঘ্রই তাকে ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে।

এই ঘটনার পর দোকানদারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দোকানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।

Related Articles