lok sabha election 2024: তৃতীয় দফাতেও বাংলার প্রার্থীদের নাম নেই, রাজ্য বিজেপিতে প্রার্থী নিয়ে হতাশা বাড়ছে
lok sabha election 2024: Disappointment is growing over the candidates in the state BJP

The Truth of Bengal: ২০টি আসনে প্রার্থী দেওয়ার পর পশ্চিমবঙ্গে কী আর কোনও প্রার্থীই খুঁজে পাচ্ছে না বিজেপি ? রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ বৃহস্পতিবার দক্ষিণভারতের ৯ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি।
সেই তালিকায় নাম নেই বাংলার কোনও প্রার্থীর। তাতে বাংলার বিজেপি নেতা কর্মীদের একাংশ বেশ হতাশ বলেই মনে করছে অনেকে। প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তারপর দ্বিতীয় দফায় বাংলার কোনও আসনে প্রার্থী দেয়নি গেরুয়া শিবির।তৃতীয় দফাতেও এই রাজ্যের প্রার্থী বাছাই নিয়ে কোনও ঘোষণা নেই।
তাতেই অনেকের প্রশ্ন,দিলীপ ঘোষের মেদিনীপুর আসন নিয়ে টালবাহনার জন্যই কী বাকি ২২আসনের প্রার্থী ঘোষণায় দেরি হচ্ছে ? রাজ্যের বিজেপি শিবিরও এই বিষয়ে কোনও মুখ খুলছে না।তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, আসলে বিজেপি হারের ভয়ে প্রার্থী দাঁড় করাতে পারছে না।তাঁদের প্রশ্ন, অন্যের দল ভাঙিয়ে আর কতদিন চলবে?