বেহাল কাঠের সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে নিত্য পারাপার
Dilapidated wooden bridge, daily crossings are taking a risk

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: দুই পঞ্চায়েতের টালবাহানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হয় এলাকাবাসীদের। যেকোনো সময়ে কাঠের সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এলাকাবাসীদের।
বারবার প্রশাসনকে বলেও কোনরকম সূরা হয়নি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে এই কাঠের সেতুর উপরে ভরসা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক নম্বর ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকশো পরিবারের। স্থানীয়দের দাবি, কাঠের সেতু সংস্কার করার জন্য বারবার মুড়িগঙ্গা দু’নম্বর পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতের সদস্যরা ওই সেতুটি মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বলে জানানো হয় এলাকাবাসীদের।
বেহাল কাঠের সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে নিত্য পারাপার pic.twitter.com/dH1gjW6tyU
— TOB DIGITAL (@DigitalTob) April 17, 2025
আবার এলাকাবাসীরা মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকাবাসীরা গিয়ে জানালে মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানান ওই সেতুটি মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে। ২ পঞ্চায়েতের মধ্যে সেতু নিয়ে টালবাহানার জেরে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পাথরপ্রতিমা ও বামন খালি গ্রামের মানুষজনেরা।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সেতু নিয়ে দুই পঞ্চায়েতের মধ্যে টালবাহানা জেরে সেতু সংস্কারের কাজ থমকে রয়েছে। কার্যত বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করার জন্য ও নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য কাঠের সেতুর ওপরে ভরসা করে পারাপার হতে হয় এলাকার মানুষজনদের।