সাতসকালে একই গ্রামে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Dhupguri suicide Case

The Truth of Bengal: শীতের সকালে একই গ্রাম পঞ্চায়েতের ভিন্ন দুটি এলাকায় দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রামে। জানা গেছে, ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বুধপাড়া এলাকার বাসিন্দা কানু সরকারের(৪৫) ঝুলন্ত দেহ বাড়ির পাশ থেকে উদ্ধার হয়। পেশায় সবজি ব্যবসায়ী ওই ব্যক্তি ঋণের দায়ে জর্জরিত ছিল বলেই স্থানীয় সূত্রে জানা গেছে।
মনে করা হচ্ছে হয়তো সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে সেটা জানতে পুলিশী তদন্ত এবং ময়নাতদন্তে রিপোর্ট আসার পরেই জানা যাবে। রাতভর ওই ব্যক্তি বাড়িতে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অন্যদিকে গালেরডাঙ্গা এলাকায় রূপালী সরকার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রান্না ঘরের বারান্দা থেকে।
ওই মহিলার তিন বছরের একটি সন্তানও রয়েছে। জানা গেছে মহিলার স্বামী পার্শ্ববর্তী দেশ ভুটানে কাজ করে। কি কারনে আত্মহত্যা তা জানা যায়নি। দুটি ক্ষেত্রেই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছ গ্রাম জুড়ে। এদিকে খবর পেয়ে মৃত কানু সরকারের বাড়িতে যান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর। তিনি বলেন, দুটি মৃত্যুর ঘটনায় রীতিমতো শোকাহত এলাকাবাসী।