রাজ্যের খবর

কৃষি কাজের মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করার উদ্যোগে কৃষি দপ্তর

Department of Agriculture with the initiative to make farmers self-reliant through agricultural work

The Truth Of Bengal, জলপাইগুড়ি: বিভিন্ন ধরনের কৃষি কাজের মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করার উদ্যোগ নিচ্ছে কৃষি দপ্তর। সেই লক্ষ্যেই ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০ বিঘা জমিতে কৃষি দপ্তরের সহযোগিতায় চলছে নানান ধরনের চাষ। গাদা ফুল থেকে শুরু করে কালারিং ফুলকপি, ক্যাপসিকাম, সসা, ভুট্টা, কচু চাষ করা হচ্ছে।

মূলত কৃষকরা বিভিন্ন ধরনের চাষ করে যে লাভবান হতে পারে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দিতেই এই ধরনের চাষাবাদ চলছে। ডুয়ার্স গ্রিন এফপিওর তত্ত্বাবধানে ও মেটেলি ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় চলছে ওই চাষবাস। এলাকার কৃষকদের নিয়ে ফার্মার্স প্রোডিউসিং অর্গানাইজেশন তৈরি করে কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে কৃষি দপ্তরের সহযোগীতায় চাষাবাদ শুরু হয়েছে।

এলাকার প্রায় সাড়ে তিনশ জন কৃষকদের নিয়ে একটি এফপিও গঠন করা হয়েছে। এক বছর পরে লাভের অংশ সমস্ত কৃষকরা ভাগ করে নিবেন বলে জানা গেছে। এখন যা চাষাবাদ হচ্ছে তাতে কৃষকদের ভালো আয় হবে বলে দাবি এফপিও ডিরেক্টর কমিটি। ডুয়ার্স গ্রীন এফপিওর চেয়ারম্যান মাসিদুল ইসলাম বলেন, কৃষি দপ্তরের সহযোগিতায় ও পরামর্শে চলছে এই চাষাবাদ। বেশ কিছু চাষাবাদ পরীক্ষামূলকভাবেই করা হচ্ছে। এই চাষাবাদ থেকে লাভের অংশ এপিওর অন্তর্গত ৩৫০ জন কৃষকের মধ্যেই ভাগ করা হবে। এতে আর্থিক দিক থেকে লাভবান হবে কৃষকেরা।

Related Articles