যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
Dead body recovered of the young woman

The Truth of Bengal: সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতে রাস্তার পাশে ফাঁকা এক জঙ্গল থেকে যুবতীর অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামডি মাধাইচক থেকে বোলকুন্ডা যাবার রাস্তার পাশে জঙ্গল থেকে এলাকার এক যুবতীর অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,ধর্ষণ করে যুবতীকে মেরে ফেলে গেছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি,এসীপী সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মণ্ডল । তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। এবং এলাকার নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলেন স্থানীয়রা।
জানা যায়, ওই যুবতী স্থানীয় বাসিন্দা এবং উচ্চ শিক্ষিত। পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে পরিবার সূত্রে জানা যায়, ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে বের হয়েছিল আর বাড়ী ফিরে আসেনি।