বাবা-মার রোমান্সে গাল ফুলিয়ে মেয়ে, ক্যামেরাবন্দি রণবীর-আলিয়া-রাহার আদুরে মুহূর্ত
Daughter's cheeks are swollen with parents' romance, Ranbir-Alia-Raha's sweet moment caught on camera

Truth Of Bengal: রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের মোস্ট লাভিং কাপলদের মধ্যে একজন। তবে এখন শুধু রণবীর-আলিয়া নন বরং সকলের নজর থাকে তাদের রাজকন্যা রাহার দিকে। আলিয়া প্রায়ই রণবীর ও রাহার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। এদিন আলিয়া তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রণবীর, রাহা আর পরিবারের সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি ভাগ করেছেন। আর সেখানেই ধরা পড়েছে বাবা-মা-মেয়ের আদুরে মুহূর্ত।
সম্প্রতি নতুন বছর উদযাপনে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে আলিয়া পারি দিয়েছিলেন থাইল্যান্ড। সেখানেই পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন রাহার মাম্মা পাপা। স্ত্রী আলিয়া ভাটকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানিয়েছিলেন রণবীর। রণবীর-আলিয়ার সম্পর্কের বয়স যত বাড়ছে ততই তাদের প্রেম ভালোবাসা আরও অনেক বেশি গভীর হচ্ছে। তারই ঝলক মিলল আলিয়ার শেয়ার করা ছবিতে।
ছবিতে দেখা যাচ্ছে, রণবীর আলিয়াকে চুমু খেতে ব্যস্ত আর সামনে বসে বেবি রাহা। তবে মজার বিষয় বাবা-মার রোমান্সে সামনে গাল ফুলিয়ে বসে আছে রাহা। একরত্তির এই প্রতিক্রিয়াই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মজা করে বলছেন, ‘আহারে বেচারি! কেউ পাত্তা দিচ্ছে না ভাবখানা এমন।’
View this post on Instagram
এদিন পরিবারের সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘২০২৫: যেখানে ভালোবাসা পথ খুঁজে পায় এবং বাকিটা শুধু সময়ই বলে দেয়! হ্যাপি নিউ ইয়ার সকলকে।’ নতুন বছরকে স্বাগত জানাতে সপরিবারে আলিয়া গিয়েছিলেন থাইল্যান্ড।
সেখানেই মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট, ননদ রিধিমা কাপুর, শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে বর্ষবরণের রাতে আনন্দে মেতেছেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন রণবীর-আলিয়ার প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রোহিত ধাওয়ানও। সবমিলিয়ে নতুন বছর পরিবারের সকলের সঙ্গে হইহুল্লোড় করেই উদযাপন করলেন আলিয়া।