রাজ্যের খবর

নিম্নচাপের জেরে জলমগ্ন দামোদর নদের রণ্ডিয়া জলাধারের বাঁধ, ভিড় সাধারণ মানুষদের

Damodar river submerged due to low pressure Damodar Dam Dam Randiya Reservoir

Truth Of Bengal : বাঁকুড়া : সোনামুখী : কৈলাস বিশ্বাস : নিম্নচাপের বৃষ্টিতে দামোদর নদের রণ্ডিয়া জলাধারের বাঁধের ওপর দিয়ে বইছে জল।  ডুবল খেয়া ঘাটের অস্থায়ী রাস্তা। সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে বাঁধের ওপর দিয়ে বিপুল জলরাশি বয়ে যাওয়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করছে সাধারণ মানুষ।

বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ। এই নদের ওপর সোনামুখীর রণ্ডিয়ায় ব্রিটিশদের সময়ে শেচ কার্যের জন্য তৈরি করা হয়েছিল একটি জলাধার। জলাধারের নিচ দিয়েই ছিল নদী পেরনের জন্য একটি অস্থায়ী রাস্তা। জল বেরোনর জন্য নৌকার ব্যবস্থা যে রাস্তা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার সাথে যোগাযোগের অন্যতম শর্টকাট রাস্তা সেখান দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ পারাপার করত। তবে নিম্নচাপের বৃষ্টির জেরে দামোদর নদের জলস্তরের বৃদ্ধি পায়। রণ্ডিয়া জলাধারের বাঁধের ওপর দিয়ে বইতে থাকে জল। বাঁধের ওপর দিয়ে জল পড়ার অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষরা। অন্যদিকে বাঁধের নিচ দিয়ে অস্থায়ী রাস্তা ডুবে যাওয়ায় সমস্যায়ও পড়তে হয় তাদের। যদিও রণ্ডিয়া ড্যামের বেশ কয়েক কিলোমিটার নিজ দিয়ে চালু করা হয়েছে নৌকা পরিষেবা।

Related Articles