রাজ্যের খবর

রাজ্যের বিরোধী দলনেতা আসার আগেই ওয়ার্ড জুড়ে কালো পতাকা ও পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক

Controversy over black flags and posters across the ward before the arrival of the state opposition leader

Truth Of Bengal: আগামীকাল রামনবমী। তার আগেই শনিবার নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবে আসতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শনিবার সকাল হতেই রানাঘাটের ৯ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অন্য চিত্র। কে বা কারা দেওয়াল এবং রাস্তার বিভিন্ন জায়গায় কালো পতাকা এবং পোস্টার মেরে রেখে দিয়েছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা।

গত মাসেই দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে সৃষ্টি হয়েছিলো ধুন্ধুমার কাণ্ড৷ বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মীদের লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়েছিলো ৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগানও।

এবার আবারও একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগমনের পূর্বে দেখা গেলো সেই চিত্র। শনিবার নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবে আসতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে শনিবার সকাল হতেই রানাঘাটের ৯ নম্বর ওয়ার্ডে দেখা গেল চারিদিক কালো পতাকা এবং পোস্টার মোড়া।

 

Related Articles