রাজ্যের খবর

কুয়াশায় কমেছে দৃশ্যমানতা, বন্ধ ভেসেল পরিষেবা, ভোগান্তিতে গঙ্গাসাগর ফেরত যাত্রীরা

Closed vessel service

The Truth of Bengal: মেলা চলাকালীন মাঝখানে চরে আটকে পড়েছিল ভেসেল। কয়েক ঘণ্টা অপেক্ষার পর সেই ভেসেল ভিড়েছিল পাড়ে। গঙ্গাসাগর মেলায় যাত্রী পারাপার নির্বিঘ্নে করার জন্য রাজ্য পরিবহণ দফতর বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল। সব মিলিয়ে সামান্য বিঘ্ন ছাড়া মেলা শেষ হয়েছে সমস্যা ছাড়াই। এবার কুয়াশার জন্য বন্ধ হয়ে গেলে ভেসেল পরিষেবা।

শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত সময়ের আগে ভেসেল পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন গঙ্গাসাগর ফেরত তীর্থযাত্রীরা। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় পরিষেবা। ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন গঙ্গাসাগর থেকে বাড়িমুখী তীর্থযাত্রীরা। কচুবেড়িয়া ভেসেল ঘাটে বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তীর্থযাত্রীরা।

তীর্থ সেরে বাড়ি ফেরার পথে ভেসেলের জন্য ভোগান্তি বাড়ে তীর্থযাত্রীদের।এবছর মেলা শুরু হয়েছিল ৮ জানুয়ারি। গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে ১৭ জানুয়ারি। এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ আসে। যা সর্বকালীন রেকর্ড। সবকিছু ঠিকঠাক হওয়ার পর মেলা শেষে কুয়াশা ভোগান্তি বাড়ায়। ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে শীতের রাতে নাজেহাল হতে হয় পুণ্যার্থীদের।

Related Articles