মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ আইনি বিয়ে! ৫ জানুয়ারি পর্যন্ত বহাল নিষেধাজ্ঞা…
Closed legal marriages in the state from Tuesday! The ban remains in place till January 5

The Truth Of Bengal: মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ আইনি বিয়ে। জানা যাচ্ছে, ৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস। সমস্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তাই এই চারদিন রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সাল থেকে পোর্টাল মারফৎ এরাজ্যে আইনি বিয়ে নথিভুক্ত করার কাজ শুরু হয়। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার ব্যবস্থা চালু হয়। এখানেই শুরু হয় সমস্যা। অনেক ক্ষেত্রেই বর-কনের, এমনকি আধিকারিকদের আঙুলের ছাপ না মেলায় নির্দিষ্ট দিনে বিয়ের নিবন্ধন ব্যর্থ হয়েছে। এই ধরনের সমস্যা এড়াতে পোর্টালের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তারজন্যই এই চারদিন রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
তবে, নবান্নর এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন রাজ্যের বহু যবুক-যবুতী। কারণ এই চারদিনে হাজার খানেকের বেশি রেজিস্ট্রি ম্যারেজের আবেদন জমা পড়েছিল। সবই স্থগিত হয়ে গেল। রক্ষণাবেক্ষণের কাজ অবশ্য ৩১ ডিসেম্বর রাত দশটা থেকে শুরু হয়েছে। এই সময় কোনওরকম আবেদন ‘প্রসেস’ করতে বারণ করা হয়েছে ম্যারেজ রেজিস্ট্রারদের। এর আগেও রক্ষণাবেক্ষণের স্বার্থে তিন-চার ঘণ্টা পোর্টাল বন্ধ রাখা হয়েছে। কিন্তু টানা চার দিন বন্ধ থাকার নজির এই প্রথম।
Free Access