রাজ্যের খবর
শ্রীমতী নদীর তীরে সাফাইয়ের কাজ শুরু
Cleanup work begins on the banks of the Srimati River

Truth of Bengal: নদী দূষণ রুখতে নদী থেকে কলাগাছ-সহ ছটপুজোর সামগ্রী সাফাইয়ের কাজ শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। প্রতিবছর ছট পুজোর সময় কালিয়াগঞ্জের শান্তি কলোনী দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি নদীর চার পাশ জুড়ে ছটপুজো হয়ে থাকে। ছটপুজোকে কেন্দ্রে করে পুজো উদ্যোক্তারা ঘাট সাজানোর জন্য কলাগাছ-সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে থাকে।
পুজো শেষে নদীর ঘাটে পড়ে থাকে কলাগাছ-সহ ঘাট সাজনোর সামগ্রী যাতে নদী দুষণের কারণ না হয়, সেই কারণে পুরসভার সাফাই কর্মীরা নদীর ঘাটে পড়ে থাকা কলা গাছ ও পুজোর সামগ্রীগুলি তোলার কাজ শুরু করেছে।
পুরসভার উপপুরপ্রধান ঈশ্বর রজক বলেন, প্রতিবছর ছটপুজোর পর নদীর ঘাটগুলি ছটপুজোয় ব্যবহার করা কলা গাছ ও পুজোর সামগ্রী তোলার কাজ শুরু করা হয়েছে, যাতে শ্রীমতি নদীর জল দূষিত না হয় এবং কলাগাছগুলি পড়ে থাকার ফলে ডেঙ্গির মশার উপদ্রব না বাড়ে।