দোকান থেকে তোলা চাওয়ার অভিযোগ শুনেই বেজায় চটে গেলেন চুঁচুড়ার বিধায়ক
Chinsurah MLA angry on local club members

The Truth of Bengal: দোকান থেকে তোলা চাওয়ার অভিযোগ পেয়ে রুদ্রমূর্তি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ঘটনাস্থল পেয়ারাবাগানে পৌঁছে কৌশিক সাহা নামে তোলাবাজে অভিযুক্ত ওই যুবককে খুঁজতে শুরু করে দেন বিধায়ক। পাশেই একটি ক্লাবে কৌশিক আছে জানতে পেরে সেখানে প্রবেশ করেন। তবে ততক্ষণে কৌশিক সহ ক্লাবে থাকা অন্যান্যরা চম্পট দেয়। সেখানে তখন পড়ে রয়েছে গাঁজার কালকে মদের বোতল, গ্লাস।
পরে ক্ষোভ গিয়ে পড়ে কৌশিকের এক পরিচিতের উপর। ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে প্রায মারতে উদ্যত হন অসিত। পরে কৌশিক সেখানে এসে অভিযোগকারী দোকানদারের পায়ে ধরে ক্ষমা চান। ইতিমধ্যে বিধায়কের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। নিজে পকেট থেকে টাকা বের করে তালা কিনিযে আনেন অসিত। এরপরেই পুলিশকে দিয়ে ওই ক্লাবের দুটি দরজায় তালা ঝুলিয়ে দেন।
ওই ক্লাব সদস্যদের দ্বারা পরিচালিত ক্লাবের মাঠে বসা প্রতি বৃহস্পতিবারে বসা একটি হাট বন্ধ করে দেওয়ার নির্দেশ এলাকার কাউন্সিলর অর্পিতা সাহাকে দেন বিধায়ক। পরে কৌশিককে শেষবার সাবধান করে ছেড়ে দেওয়া হয়। যদিও এ দিন টাকা চাওয়ার কথা স্বীকার করেননি কৌশিক। অন্যদিকে, বিধায়ক বলেন আমি যতদিন বিধায়ক আছি ততদিন কেউ তোলা চাইবে এটা হতে পারে না।