ডুয়ার্সের জঙ্গলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক শিশুর
Child killed in road accident in Dooars

Truth Of Bengal: ডুয়ার্সের জঙ্গলের কাছে জাতীয় সড়কে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। তাতে মৃত্যু হলো একটি শিশুর এবং আহত হয়েছেন বেশ কয়েকজনের। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা- মাল ১৭ নম্বর জাতীয় সড়কের পানঝোড়া জঙ্গলের মাঝে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাসটি নিউ জলপাইগুড়ি থেকে বিন্নাগুড়িতে যাচ্ছিল। সেসময় পানঝোড়া জঙ্গলের মাঝে উল্টোদিক থেকে আসা একটি ছোটো গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে জঙ্গলে ঢুকে পড়ে। দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ।
ঘটনায় ছোট গাড়ির চালকসহ যাত্রীরা এবং বাসে থাকা কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে দুর্ঘটনায় আহত ৮ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ছোট গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
অন্যদিকে বাসের চালক আহত হওয়ায় তাকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে সেনা জওয়ানরা ছিলেন জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে নাগরাকাটা থানার পুলিশ বাস এবং ছোট গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।