রাজ্যের খবর

দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জিটিএ’র সদস্যদের সঙ্গে বৈঠকও রয়েছে

Chief Minister to visit Darjeeling, holds meeting with GTA members

Truth Of Bengal: সোমবার দার্জিলিং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। এরপর সড়কপথে সেখান থেকে দার্জিলিং পৌঁছবেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচির পরিক্লপনা নেই।

মঙ্গলবের বিকেল সাড়ে ৩টে নাগাদ পাহাড়ের জিটিএর উন্নয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা। ওই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জিটিএ’র সদস্যদের নতুন কোনও নির্দেশ দেন কিনা সেদিকে নজর রেখেছে পাহাড়ের রাজনৈতিক মহল। তবে পাহাড়ের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি চলতি সপ্তাহের বুধবার দুপুর ৩টেয় দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর পর ১৪ নভেম্বর দু’দিনের পাহাড় সফরে শেষ করে শিলিগুড়ি কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা। তার পরের দিন তথা ১৫ নভেম্বর শুক্রবার বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে আদিবাসী ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সরকারি তরফ থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচি সম্পর্কে জানানো হয়েছে।

Related Articles