রাজ্যের খবর

মিড ডে মিলে স্কুলে ছাত্রদের দেওয়া হোল চিকেন বিরিয়ানি!

Mid day meal

The Truth of Bengal: মহিষাদলে নামাল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্রদের দেওয়া হোল চিকেন বিরিয়ানি।মিড ডে মিলে বিরিয়ানি। তাও খোদ মাস্টার মশাই নিজে রেঁধে বিরিয়ানি খাওয়ালেন স্কুল পড়ুয়াদের। খুশিতে প্রাণভরে তা উপভোগও করল পড়ুয়ারা।বিরিয়ানি পেয়ে খুশি পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের নামাল প্রাথমিক বিদ্যালয়ে আজ মিড-ডে মিলে ছাত্রদের দেওয়া হল চিকেন বিরিয়ানি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিব্রত মাইতি নিজের হাতে রাঁধেন বিরিয়ানি। তিনি বলেন, কালী পুজোর পুজোর মুখে ছাত্র ছাত্রীদের সঙ্গে আনন্দ ভাগ করতেই এই পদক্ষেপ করা হয়েছে। তাতে সামিল হয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও।মিডডে মিল নিয়ে একের পর এক খবর সামনে আসছে। কখনও মিডডে মিলে টিকটিকি তো কখনও আবার সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা।

প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সকলে।এরই মাঝে এমন একটা খবর স্বাভাবিকভাবেই মন ভাল করা। আনন্দে আত্মহারা পড়ুয়া থেকে অভিভাবকরা। বিরিয়ানি এমনিতেই খুব লোভনীয় একটি খাবার। আর স্কুলে যদি সেটি পাওয়া যায় তাহলে তো কথাই নেই।

Related Articles