অমৃতি শিব মন্দিরে শিববন্দনা, লাখো মানুষের ভিড়ে গমগম করে
Centuries old Malda Amriti Shiva Temple

The Truth of Bengal: ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্রের জন্য মালদা জেলায় সর্বধর্ম সমন্বয় হয়েছে। সব ধর্মের অনেক প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান আছে এখানে। সেই সব ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম অমৃতি শিব মন্দির। মালদার এই শিব মন্দির শতাব্দী প্রাচীন। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। পাঁচ দিনব্যাপী চলে বিশাল মেলা। মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতিতে রয়েছে এই প্রাচীন শিব মন্দির।
শুধুমাত্র মালদা জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা এখানে আসেন জল ঢালতে। মানিকচকে গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে এসে অমৃতির শিব মন্দিরে ঢালা হয়। বাংলা ১৩৫৩ বঙ্গাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন স্থানীয় জমিদার শেঠ মহানন্দ দাস। তিনি শিবভক্ত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মন্দিরেই বংশপরম্পরায় পুজো করে আসছেন পরিবারের সদস্যরা। তবে এই মন্দিরে পুজোর জন্য বাইরে থেকে কোনও চাঁদা বা দানের টাকার প্রয়োজন হয় না।
শেঠ মহানন্দ দাস প্রায় ৪০০ বিঘে সম্পত্তি এই মন্দিরের নামে দান করে গিয়েছিলেন। সম্পত্তির রোজগারের টাকাতেই প্রতিবছর অনুষ্ঠিত হয় শিবপুজো ও মেলা। জেলার মানুষের কাছে অত্যন্ত আবেগের এই অমৃতি শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে জমজমাট হয়ে ওঠে। ভক্ত সমাগমে উপচে পড়ে মন্দির চত্বর। এবছর শিবরাত্রির আগে মন্দিরের সংস্কার শুরু হয়। এখন নয়া সাজে সেজে উঠেছে শতাব্দীপ্রাচীন এই শিব মন্দির।