জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার
Central government responsible for hike in prices of goods, Mamata alleges

The Truth Of Bengal : দেশজুড়ে জিনিসপত্রের দাম আগুন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশজুড়ে সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে। নবান্নের বৈঠক থেকে মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মমতা বলেন, দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাম কমানোর ব্যাপারে ফেল করেছে। তার জন্যই সবাই ভুক্তভোগী। কেউ যদি চোখ বন্ধ করে রাখে তাহলে কি হবে। কেন্দ্রে নতুন সরকার আসার পর থেকে শেষ দশ দিনে জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়েছে।
হয়তো পার্টি ফান্ডে টাকা দিয়েছে। নাম করে বলছি না, কিন্তু কিছু একটা হয়েছে। তাপ প্রবাহের জন্য এই মূল্যবৃদ্ধি বলে মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাপ প্রতিবছরই থাকে। তিন মাস ধরে নির্বাচন চলেছে। সেই সময়টা যত পেরেছে কামিয়ে নিয়েছে। ইলেকশন কমিশন তো আর এসব দেখে না। এদিন নবান্নের বৈঠকে মমতা বলেন, রুলিং পার্টির দালালি করলেই হবে? যে কেয়ারটা নেওয়া উচিত ছিল তা হয়নি। এই দশদিনে হঠাৎ করে কেন দাম বাড়ল? বৈঠকে প্রশ্ন মমতার।