রাজ্যের খবর

১০০দিনের কাজের টাকার দাবি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ

Central for 100 days work money demand

The Truth of bengal: বাংলার মানুষের একশদিনের টাকা কেন আটকে রাখা হয়েছে। কেন আবাস যোজনার অর্থ দেওয়া হচ্ছে না  ? এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় টিমকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল সিউড়ি সহ বিভিন্ন এলাকার গ্রামবাসীরা। টাকা আটকে রেখে বিলম্বের কৌশল কেন নেওয়া হচ্ছে, সেই জবাব চেয়ে সোচ্চার লালমাটির জেলার মানুষেরা।বকেয়া মেটানোর লক্ষ্যে আন্দোলনে নামা মানুষের দাবি, বিজেপির রাজনীতির জন্য রুটি-রুজিতে টান পড়ায় জনরোষ  তীব্র হচ্ছে। কাজ করলে টাকা দেওয়া বাধ্যতামূলক। সাংবিধানিকভাবে কাজের অধিকার নিশ্চিত করা দেশের কর্তব্য।বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার সেই  মৌলিক অধিকার  রক্ষা করছে না বলে অভিযোগ।

তাই অবিজেপি শাসিত রাজ্যের টাকা আটকে রাখছে কেন্দ্র।বাংলার ৭হাজার কোটি টাকা আটকে রাখার গুরুতর অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।এই অবস্থায় ২০১৯থেকে শতাধিক টিম পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।তবুও কেন্দ্রীয় টিম বেনিয়মের বড়সড় তথ্য হাজির করতে পারেনি।এরমাঝে আবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় টিম।শুক্রবার বলাগড়ের মতোই  শনিবার বীরভূমে যায় কেন্দ্রীয় দল।টাকা না পাওয়া মানুষ তাই সরল মনে কেন্দ্রীয় টিমকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। কেন্দ্রের প্রতিনিধিরা গ্রামে এসেও গ্রামবাসীদের কথাই শুনতে চাননি।বেমালুম তাঁরা দাবি মেটানোর কথা এড়িয়ে যান।সুচতুরভাবে রিপোর্ট তৈরির কাজে মন দেন।এই অভিযোগ করছেন,রাজনীতির রং না লাগা গ্রামের মানুষেরা।

রাজনীতির কাটাকুটি খেলা ওঁরা বোঝেন না। বোঝেন না মারপ্যাঁচ,কে টাকা গায়েব করেছে,কোথায় কারচুপি হচ্ছে,তা ধরার কেন ক্ষমতা নেই বিজেপি সরকারের পাঠানো টিমের ? বারবার টিম গ্রাম ঘুরে তাহলে করছে টা কী ? পেটে টান পড়ায় রাগের বহর বাড়ছে।সংযম বজায় রেখেও বীরভূমের সিউড়ির গ্রামবাসীরা জানতে চান শ্রম দেওয়ার বদলে পারিশ্রমিকের  টাকা কোথায় গেল ? একশদিনের মতোই আবাস যোজনার বাড়ি না-পাওয়া গৃহহীন মানুষও  কেন্দ্রীয় প্রতিনিধিদলের সামনে ক্ষোভ উগরে দেন। কেন্দ্রীয় টিমকে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয় বলে বিডিও-রা জানিয়েছেন।এখন যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার রীতি মেনে কেন্দ্র এবার রাজ্যের বকেয়া মিটিয়ে দিক,এই দাবিতে অনড় দলমত নির্বিশেষে মানুষ।

Related Articles