বিএসএফের তৎপরতায় প্রায় কয়েক কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার
BSF recovered gold biscuits worth several crores of rupees

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গী বিওপি ৩২ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় এক কেজি ৯৩৪ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার । যার বাজার আনুমানিক মূল্য এক কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৫৩০ টাকা।
বিএসএফ সূত্রে খবর, সোমবার নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী তারকাঁটার ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে এই সোনার বিস্কুট ছোড়া হয় ভারতের সীমান্তের দিকে । বিএসএফের কাছে আগাম খবর ছিল যে টুঙ্গী সীমান্তে দিয়ে সোনার বিস্কুট পার হতে পারে। সেই জন্য বিএসএফের জওয়ানরা ও আধিকারিকরাও তৈরি ছিল। বলা যেতেই পারে কড়া পাহারার ব্যবস্থা করেছিল।
বাংলাদেশ সীমান্তের দিক থেকে তারকাটার ওপার থেকে দুজন বাংলাদেশি এই সোনার বিস্কুট ভারতের দিকে ছুড়ে দেওয়া মাত্রই, ভারতীয় সীমান্তে এক ব্যক্তি সেই বিস্কুট কুরাতে যায়। কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদেরকে তাড়া করলে সে পালিয়ে যায় এবং বিস্কুট দুটি বিএসএফ জওয়ানরা উদ্ধার করে। সীমান্তে বিএসএফের কড়া পাহারার জন্যই এই এত পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করা সম্ভব হয়েছে।