অবৈধ ভাবে সীমান্ত পার করার সময় বিএসএফ এর জালে দুই ভারতীয় নাগরিক
BSF nabs two Indian nationals for illegally crossing border

Truth Of Bengal: হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী । তাদের কাছ থেকে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা আলিউল মণ্ডল ও রাসিমা বিবি আজ সকালে হাকিমপুর সীমান্তে ঘোরাফেরা করছিল সেই সময় বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় যে তারা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য সীমান্তে এসেছিল।
তাদের কাছে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ওই দুজনকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেফতার করে। কী উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে যাবার চেষ্টা করছিল তারা তা নিয়ে সন্দেহের দানা বেঁধেছে । বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির পরেও কেন বাংলাদেশে যাচ্ছিল তারা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। ধৃত দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।