লোকসভা ভোটের আগে আবারো মুর্শিদাবাদে বোমা উদ্ধার
Bombs recovered in Murshidabad again before Lok Sabha polls

The Truth Of Bengal, সুদীপ রায়- মুর্শিদাবাদ : বর্তমানে রাজ্য পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ একাধিক জায়গায় বোমা উদ্ধার। বুধবার মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় তাজা সকেট বোমা উদ্ধারে চাঞ্চল ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে অমরপুর হিন্দু পাড়া মাঠ থেকে এক যার ভর্তি ১৭ টি তাজা সকেট বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হলে, বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা রেখেছে এবং কি উদ্দেশ্যে রেখেছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।
[ আরও পড়ুন ঃ
সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার
সংসারে অভাব থাকলেও মেধায় নয়, গরীব বাড়ির ছেলে আজ বীরভূমের ব্রাঞ্চ পোস্টমাস্টার
]
নির্বাচনের আগে মুর্শিদাবাদের একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকার মানুষজন কিছুটা হলেও ভীতসন্ত্রস্ত হয়েছে। এই মুহূর্তে রাজ্য পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে যে ভীতির সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় প্রত্যেকটি থানার তৎপরতায় একের পর এক যেভাবে মজুত করে রাখা বোমাগুলিকে উদ্ধার করছে পুলিশ। পুলিশের সফলতার কারনে সাধারণ মানুষ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলেই মনে করছেন।