রাজ্যের খবর

প্ল্যান বানচাল বিজেপির! গোঘাটে বনধ উপেক্ষা, এলাকাবাসিদের ধন্যবাদ তৃণমূলের

BJP's plan thwarted! Ignoring Goghat bandh, Trinamool thanks local residents

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : তৃণমূলের পক্ষ থেকে গোঘাটের কামারপুকুর গ্রামবাসীদের ধন্যবাদ জ্ঞাপন। বিজেপির ডাকা বনধকে উপেক্ষা করে বুধবার সকালে কামারপুকুর প্রতিদিনের যে বাজার সেই বাজার চালু রাখেন ব্যবসাদাররা। সেই চিত্র দেখে কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে ও গোঘাট ২নং ব্লকের সভাপতি সৌমেন দিগারের নেতৃত্বে কামারপুকুর গ্রামবাসীর পাশাপাশি কামারপুকুর বাজারের ব্যবসাদারদের কাছে গিয়ে ধন্যবাদ জানান। ব্যবসাদারদের পাশে থাকার আশ্বাস দেন।

পাশাপাশি প্রধান জানান, “আর জি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে যে ভাবে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে বিরোধী দলগুলি রাজনীতির খেলা খেলছে তা সত্যি অত্যন্ত নিন্দনীয়”। গত কাল ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নবান্ন অভিযানে ব্যর্থ হয়ে আজ বিজেপি ১২ ঘণ্টার বনধ ডাকে। সেই বনধকে সাধারণ মানুষ উপেক্ষা করে রাস্তায় বের হয়। কাজে সামিল হয়।
যান চলাচল স্বাভাবিক রাখে। তাই সকল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তিনি কামারপুকুর বাজারে ঢুকে ব্যবসাদার ও ক্রেতাদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আজ রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছিল বিজেপি। মোট ১২ ঘণ্টা বনধটি চলবে বলে জানিয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্বরা। ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের দাবিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে দাবি তাদের। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে ধর্মঘট আহ্বান করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সাধারণ মানুষকে রাস্তায় নেমে বনধ সফল করতে আবেদন জানিয়েছেন সুকান্ত।

Related Articles