আরজি কর কাণ্ডের ঘটনায় অভয়ার তর্পণ দিলেন বিজেপি নেতাকর্মীরা
BJP leaders and activists have offered refuge in the RG Kar case

Truth Of Bengal : শাস্ত্র অনুযায়ী, মহালয়া তিথিতে এক মহা আলয়ের সৃষ্টি হয়। আর সেই আলয়ে পরলোকগতরা আশ্রয় পান বলেই বিশ্বাস। পরলোকে বসবাসকারীদের জন্য জল ও শ্রদ্ধা উৎসর্গের জন্যই ধর্মীয় আচার ‘তর্পণ’। আরজি কর কাণ্ডের ঘটনায় অভয়ার তর্পণ দিলেন বিজেপি নেতাকর্মীরা। বুধবার বিজেপির বীরভূম সংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা অভয়াকে তর্পণ দেওয়ার উদ্দেশ্যে পৌঁছে যান সিউড়ির তিলপাড়া জলাধারে।
যদিও তারা এদিন এই তর্পণ কর্মসূচি কোনরকম রাজনৈতিক ব্যানারে নয়, স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতেই তর্পণ দেওয়া হয়। এই বিষয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, শুধু আরজিকর কান্ডের অভয়া নন, ১৯৭১ সালের পর থেকে বাংলার বুকে যে সকল অভয়ারা অত্যাচারিত ও ধর্ষিত হয়েছেন তাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই তারা আজ তর্পণ দিয়েছেন। এছাড়াও দিনভর তাদের উদ্দেশ্যে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।