রাজ্যের খবর

বিজেপি নেতার দাদাগিরির ছবি সিসিটিভি ক্যামেরায়, দেখুন সেই ভাইরাল ভিডিও

BJP leader Dadagiri picture on CCTV camera, watch that viral video

The Truth Of Bengal :  দেহ রক্ষীদের সঙ্গে নিয়ে এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। আর সেই মারধরের ঘটনা রেকর্ড হলো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের খানাকুলে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, খানাকুলে বেশ কয়েক দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পি এইচ ই পাম্পের পানিয় জল সরবরাহ বন্ধ থাকে। পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সেই সমস্যার কথা জানায়। পরবর্তীকালে অভিযোগ জানানোর পর পঞ্চায়েতের প্রধান সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দল বলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয়। পাম্প অপারেটর অনিরুদ্ধ ভৌমিক ও তার এক সহকর্মী সহ দুজনে তার দাদার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় খানাকুল বিধায়ক তার দেহরক্ষী সহ প্রথমে তার দলবল নিয়ে হাজির হয়। তার পর বিধায়ক নিজে চড় থাপ্পড় দিতে শুরু করে বলে অভিযোগ।

এমনকি ছাড়াতে গেলে পাম্প অপারেটরের দাদা অরিন্দম ভৌমিককেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা দেখে পালিয়ে যায় বিধায়ক ও তার দলবল। তবে ঘটনার জেরে আতঙ্কিত ওই পাম্প অপারেটরের দুই কর্মী সহ পাম্প অপারেটরের আক্রান্ত ব্যবসায়ী দাদা অরিন্দম  ভৌমিক। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের রাজহাটি এলাকায়।

Related Articles