রাজ্যের খবর

ভরাডুবির পর বিজেপিতে ডামাডোল, সভাপতি বদল চেয়ে অগ্নিমিত্রার অগ্নিবাণ!

BJP in turmoil after the debacle, Agnimitra's fiery arrow demanding a change of president!

Truth Of Bengal: উপ-নির্বাচনে মেগা ধাক্কা খাওয়ার রাজ্য সভাপতি বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপিতে। এর মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অগ্নিমিত্রা পালের। তাঁর মতে,যিনি সভাপতি হন না কেন,তিনি যেন ‘নন কম্প্রোমাইজিং’ হন। সরকারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে,সুকান্ত মজুমদারের প্রতি কী তাহলে অনাস্থা প্রকাশ করছেন অগ্মিমিত্রা পাল?

বিধানসভা উপ-নির্বাচনে বিজেপিকে বাউন্ডারি পার করে দিয়েছে  তৃণমূল কংগ্রেস। ছক্কার ধাক্কায় এখন বিপর্যস্ত বিজেপি। মুখে শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার যতই বিধানসভায় ঘুরে দাঁড়ানোর হুঙ্কার দিন,ভিতরে ভিতরে গোষ্ঠী কোন্দলের ধাক্কায় বিধ্বস্ত বিরোধী শিবির।এমনটাই প্রকোট হচ্ছে রাজ্য বিজেপির নেতাদের কথায়। এর মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। ৬ বিধানসভার উপনির্বাচনে পরাজয়ের পর বিজেপির রাজ্য সভাপতি নাম ঘিরে জল্পনা চলছে জোরদার।প্রশ্ন উঠছে,তাহলে কী এবার সুকান্ত বিরোধী গোষ্ঠীর কাউকে বেছে নেওয়া হবে?

নাকি দিলীপ ঘোষের পছন্দের নেতা এই গেরুয়া শিবিরের হাল ধরবেন ? সেই সম্ভাবনার কথা জোরদার হল অগ্নিমিত্রার অগ্নিবাণে। বিদ্রোহী বিজেপি নেতা অনুপম হাজরা অভিযোগ করেন,ভুয়ো মিসডকল দিয়ে সদস্য সংখ্যা বাড়াচ্ছে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী। উপ-নির্বাচনে হারের পর জেলায় জেলায় বাড়ছে অসন্তোষ।  এবার সেই আগুনে যেন ঘৃতাহুতি দিলেন অগ্নিমিত্রা পাল।

বাংলায় বিজেপির ভরাডুবির পর ডামাডোল যে ভয়ানক আকার নিচ্ছে তা নেতাদের ঠোকাঠুকিতে পরিষ্কার বলে অনেকের অভিমত। বিরোধীদের এই নেতৃত্ব নিয়ে ঠাণ্ডা লড়াই আসলে তাঁদের দুর্বলতাকে প্রকোট করছে বলেও রাজনৈতিক তথ্যভিজ্ঞমহল মনে করছে।এই অবস্থায়   বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বিজেপি নেতারা কোনও দিশা পান কিনা তা সময়ই বলবে।

Related Articles