তৃণমূল বিধায়কের গাড়ির বনেটের উপর বিজেপি কাউন্সিলরের মেয়ে! ভাইরাল ভিডিয়ো
BJP councilor's daughter on the bonnet of Trinamool MLA's car! Viral video

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : রবিবার টাকির ইছামতি নদীর ভাসান ছিল সেই সময় বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক তার নিরাপত্তা কর্মী নিয়ে বিসর্জনের কর্মসূচি সেড়ে রাত এগারোটার সময় বাড়ি ফিরছিলেন। হাসনাবাদের থানার টাকির পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা মন্ডল তার স্বামী অরবিন্দু ও তার মেয়ের সহ বিজেপি মহিলা কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিল।
সেখান থেকে তৃণমূল বিধায়কের গাড়ি আসছিল সাইট দিতে গিয়ে গাড়ি আটকে যায় তারপর চালকের সঙ্গে কর্মী সমর্থকদের কথাকাটাকাটি শুরু হয় তারপরে রীতিমতো ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা কাউন্সিলর উমা মন্ডল তার স্বামী অরবিন্দু মন্ডল মেয়েসহ কর্মী সমর্থকরা গালিগালাজ হেনস্থা এমনকি গায়ে ধাক্কা দেয় এমনকি বিধায়কের গাড়ির বনেট এর উপর বসে পড়ে বিজেপি নেত্রীর মেয়ে।
সেই ভিডিও তুলে নিজেরাই ভাইরাল করে এই নিয়ে সরব বসিরহাটের বিশিষ্ট জনেরা। যেভাবে রাতের অন্ধকারে চিকিৎসক বিধায়কের উপর চড়াও ও হেনস্থা করা রীতিমতো ধিক্কার জানিয়েছে বসিরহাটের মানুষ বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সংস্কৃতি কৃষ্টি সম্প্রীতি জানেনা যেভাবে বিজেপিকে কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে যে আত্মা প্রমাণিত যেভাবে অসুস্থ অবস্থায় হেনস্থা করা সরকারি প্রতিনিধির গাড়ির উপর বনেটের উপর বসে পড়া এর প্রতিবাদ হওয়া দরকার আমি লিখিতভাবে হাসনাবাদ থানায় অভিযোগ জানাবো। ২৩/২৪ সালে বাংলার মানুষ কেন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তা আজ প্রমাণিত। বিজেপি কাউন্সিলার স্বামী তথা বিজেপি নেতা অরবিন্দ মণ্ডল বলেন, হাসনাবাদে বিজয়া ছেড়ে যখন আমরা আসছিলাম সেই সময় বিধায়ক চালকের সামনে কথা কাটাকাটি হয় কিন্তু প্রথমদিকে ভিডিও হয়নি শেষের দিকে ভিডিওগুলো উঠেছে, গত কালকেই মিটে গেছে সেই রকম কিছু হয়নি। যে ভিডিও ভাইরাল করেছে আমার জানা নেই কাউন্সিলার ঠান্ডা লেগে গলা বসে গেছে কথা বলতে পারছেন না”।