
The Truth of Bengal: বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে জয়ন্তীতে শুরু হল সপ্তম বর্ষ বার্ড ফেস্টিভ্যাল। তিনদিন ব্যাপী এই বার্ড ফেস্টিভ্যাল চলবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ২২ জন পক্ষীপ্রেমী এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। এখানে প্রকৃতি, গাছপালা ও পাখি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা তিন ভাগে ভাগ হয়ে চারটি রুটে পাখি পর্যবেক্ষণ করবেন।
নদীবক্ষ, পাহাড় এবং ঘন জঙ্গলের সেই পথ অনেকটাই রোমহর্ষক। অংশগ্রহণকারীরা পাখি পর্যবেক্ষণ করে সব তথ্য লিপিবদ্ধ করবেন। প্রকৃতি নিয়ে থাকবে বিশেষজ্ঞদের ক্লাস। শিবির চলবে তিন দিন ধরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ৪০০ প্রজাতির পাখি রয়েছে। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। বার্ড ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্য আধিকারিকরা। এবার রাজাভাতখাওয়া-র প্রকৃতিবিক্ষণ কেন্দ্রের পরিবর্তে বার্ড-ফেস্টিভ্যাল আয়োজন হয়েছে জয়ন্তীতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২২ জন পক্ষীপ্রেমী এই শিবিরে অংশগ্রহণ করেছেন। গত বছর পর্যন্ত ২৫৯টি পাখির সরাসরি পর্যবেক্ষণের সঙ্গে ছবি-সহ তালিকা পাওয়া যায়। এবার সেই তালিকা বেড়ে ৪০০ হতে পারে বলে মনে করছেন বন বিভাগ।