রাজনীতিরাজ্যের খবর

লোকসভা নির্বাচনে অনুব্রতহীন বীরভূম, দেওয়াল লিখন-প্রচারে এগিয়ে তৃণমূল

Birbhum, untroubled in the Lok Sabha elections, Trinamool ahead in wall writing campaign

The Truth Of Bengal: ফাঁকা মাঠে প্রচার সারছে রাজ্যের শাসক দল। দেওয়াল লিখন থেকে প্রচারে সেই অর্থে দেখাই যাচ্ছে না বিরোধীদের। আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুরে অনুব্রত মণ্ডলের না থাকা কোনও প্রভাব পড়ছে না। জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। গোটা বোলপুরে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে দেওয়াল লিখন। অল্প কিছু দেওয়ালে উপস্থিতি দেখা যাচ্ছে বিরোধীদের।

একটা সময় বীরভূম জেলার রাজনীতির কথা উঠলেই সবার আগে নাম আসতো অনুব্রত মণ্ডলের। এখন তিনি জেলবন্দি। তে অনুব্রত না থাকলেও জেলার রাজনীতির রাশ এখনও নিজেদের হাত থেকে বের হতে হতে দেয়নি তৃণমূল। গোটা জেলায় এখনও আগের মতো সংগঠন ধরে রেখেছে রাজ্যের শাসক দল। সেটাই দেখা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে। বোলপুর কেন্দ্রে প্রচারে এগিয়ে আছে তৃণমূল। দেওয়াল লিখনে বিরোধীদের প্রায় দেখাই যাচ্ছে না। সর্বত্র এগিয়ে আছে রাজ্যের শাসক দল। বলা যায়, কার্যত ফাঁকা মাঠেই গোল দিচ্ছে শাসক দল তৃণমূল। বোলপুর শহর সহ পার্শ্ববর্তী এলাকাতে চারিদিকেই তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টারে ছেয়ে গিয়েছে। পাশাপাশি জোরকদমে চলছে প্রচার। প্রচার কর্মসূচিতে অনেকটাই পিছিয়ে বাম-কংগ্রেস জোট ও বিজেপি প্রার্থী। সামান্য কিছু জায়গায় দেখা যাচ্ছে বিরোধী দলগুলির দেওয়াল লিখন। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই, সংগঠন নেই। তাই দেওয়াল লিখন করে সময় নষ্ট করতে চাইছে না।

শাসক দলের দাবিকে নস্যাৎ করেছে বিরোধীরা। বাম-কংগ্রেস জোটপ্রার্থীর নাম ঘোষণা হয়েছে দেরিতে। তাই দেওয়াল লিখনেও কিছুটা দেরি হয়েছে বলে মেনে তা মেনে নিয়েছেন বোলপুর কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী শ্যামলী প্রধান। ভোটের ফলাফল কী হতে পারে তার কিছুটা আঁচ পাওয়া যায় প্রচারে। যে দল এগিয়ে থাকে, সাধারণত তাদের দিকে পাল্লা একটু হলেও ভারী থাকে। এই প্রথম অনুব্রতকে ছাড়াই ভোট হচ্ছে জেলায়। তবে বোলপুর কেন্দ্রে দেখা যাচ্ছে প্রচারে সব দিক থেকে এগিয়ে আছে রাজ্যের শাসক দল। দেওয়াল লিখনে সেই ছবি স্পষ্ট।

Related Articles