
The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা। সেই মতোই প্রত্যেক লোকসভা কেন্দ্রে একেবারে ঝাপিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস। বিজেপিকেও করা হচ্ছে তুলোধনা। বিজেপি ও সোচ্চার হচ্ছে পাল্টা প্রচারে। এই পরিস্থিতিতে যখন রাজ্য রাজনীতি একেবারেই সরগরম ঠিক সেই আবহে আজ তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে।
প্রথম সভাটি রয়েছে বীরভূম লোকসভার রামপুরহাট বিধানসভা এলাকায়। সেখানে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সঙ্গে লড়াই বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারকা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের হয়ে প্রচার করবেন।এরপর তিনি চলে যাবেন পূর্ব বর্ধমান লোকসভার কালনা বিধানসভা এলাকায়। সেখানে দ্বিতীয় সভা রয়েছে তৃণমূল সেনাপতির। সেই কেন্দ্রে তৃণমূলের চিকিৎসক প্রার্থী শর্মিলা সরকারের সঙ্গে লড়াই বিজেপির অসীম সরকারের সঙ্গে।