রাজ্যের খবর

বাইক ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ,গোবরডাঙায় চাঞ্চল্য

Bike Accident

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার কৃষ্ণনগর কালিবাড়ি এলাকায় বাইক ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন এক জওয়ান। আহত ব্যক্তির নাম সুশান্ত দাস। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি গোবরডাঙ্গার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুশান্ত দাস বাইক নিয়ে গোবরডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে আসছিল একটি ৪০৭ গাড়ি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে সুশান্ত দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে তাকে কলকাতার একটি হাসপাতালে রেফার করেন।

ঘটনার পরপরই গোবরডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা ঘাতক গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Related Articles