রাজ্যের খবর
Big Breaking: দেবের হেলিকপ্টারে আগুন প্রচারের মাঝে ছড়ায় তীব্র আতঙ্ক … দেখুন সেই ভিডিও

The Truth Of Bengal: মালদা থেকে মুর্শিদাবাদের রানীনগরে ভোট প্রচারে যাচ্ছিলেন দেব । হঠাত্ই হেলিকপ্টার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। বেগতিক বুঝে দ্রুত হেলিকপ্টার নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। খবর দেওয়া হয় দমকলে। যদিও খবর পাওয়া যায়,প্রার্থী কোনওভাবেই আহত হননি।এই ঘটনায় সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়েন দেব নিজেও।কীভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানা গেছে। এরপরেই দেব জানান, “অল্পের জন্য রক্ষা পেয়েছি। একসময় মনে হয়েছিল ভগবানকে ধন্যবাদ দেওয়ার সময় এসেছে। প্রানে বেঁচে গেছি। ভাল আছি আপাতত”। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী খোঁজ নেন। কথা বলেন দেবের সাথে। আপাতত হেলিকপ্টারে নয়, সড়কপথেই প্রচার সারবেন দেব।