বাসন্তী পূজার আরাধনা নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে
Basanti Puja worship at Krishnanagar Rajbari in Nadia

Truth of Bengal: মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ীর বাসন্তী পুজো শুরু হল মহা সমারোহে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজবধূ অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারো শুরু হয়েছে দেবী আরাধনা। বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ী প্রাঙ্গনে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বারো দোলের মেলা। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে।
প্রথা ও দ্বিতীয়া অনুযায়ী কৃষ্ণনগরের রাজ বাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পুজো সম্পন্ন হয়। অন্যদিকে জগদ্ধাত্রী পুজোতেও মানুষের মেলবন্ধন ঘটে। স্বামী অসুস্থ আর তাই রাজবধু অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পন্ন করলেন তিনজন পুরোহিত সমন্বয়ে।
বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ীর নাট মন্দিরে জ্বলে ওঠে হাজার হাজার ঝাড়বাতি। একসাথে রাত পোহালেই রামনবমী আর রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ী থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরোবে তাতেও রানিমা যোগ দেবেন বলে জানিয়েছেন। রামনবমী উপলক্ষে কৃষ্ণনগর বাসিকে শুভেচ্ছা জানাতে তিনি শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলে জানান রাজ বধু অম্রিতা রায়।