রাজ্যের খবর

ব্যাংকের গ্রাহকদের ঋণ পরিষদের টাকা তছরুপের অভিযোগ খোদ ব্যাংক কর্মীর বিরুদ্ধে, উত্তপ্ত সাঁকরাইলের পূর্ব পাড়া

bank customer fraud by bank employee

The Truth of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া : শনিবার রাত ৯ টা নাগাদ আন্দুল পূর্ব পাড়ার কাছে একটি বেসরকারি ব্যাংকের সামনে গ্রাহক এবং স্থানীয় বাসিন্দারা  ভিড় জমান। ওই বন্ধন ব্যাংকের গ্রাহকরা জানিয়েছেন ব্যাংকের এক কর্মী গ্রাহকদের থেকে ঋণ পরিশোধের টাকা তুললেও তা ব্যাংকে জমা করেননি। বিষয়টি গতকাল রাতে সামনে এলে শোরগোল পড়ে যায় । ওই ব্যাংক থেকে শেখ নাজিম বলে এক গ্রাহক অভিযোগ করেন তিনি ৮ মাস আগে ৪ লক্ষ ৬৬ হাজার টাকা ওই ব্যাংকের কর্মী কৌশিক পারুইকে  ঋণ পরিশোধের জন্য টাকা দিলেও সেই টাকা ব্যাংকের একাউন্টে জমা পড়েনি । উল্টে ৫ লক্ষ টাকার ঋণ তার নামে পাস হয়। কাগজ হাতে পেলেও টাকা হাতে পাননি। আবার সেই ৫ লক্ষ টাকার লোন পাশ হয়ে যাবার কাগজ যে পেয়েছেন সেটিও যে ভুয়ো।

শুক্রবার ব্যাংক এরিয়া ম্যানেজারের কাছে যাবার পর তা জানতে পারেন। এই কায়দায় গ্রাহকদের লোন পরিশোধের টাকা তছরুপ করেছে প্রায় ২০ থেকে ২৫ জনের মতো সংখ্যা হবে বলে অভিযোগ। কৌশিক পড়ুই ওই ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এর ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।  যদিও সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। গ্রাহকদের সঙ্গে যে বেশ মোটা অঙ্কের টাকা দুর্নীতি হয়ে ব্যাংকের এরিয়া ম্যানাজার স্বীকার করেছেন । ব্যাংকের গ্রাহকরা ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। তাদের একটাই দাবি যে টাকা দুর্নীতি হয়েছে তাদের কষ্টের অর্জিত টাকা তারা ফেরত দিতে হবে। এখন দেখার বিষয় যে সকল গ্রাহকের সঙ্গে এই প্রতারণা হয়েছে ব্যাংক এখন কি করে সেই দিকেই তাকিয়ে গ্রাহকরা।

Related Articles