রাজ্যের খবর

যোগাসনে বিশ্বজয়, সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল বঙ্গতনয়া

Bangatanaya brightened the face of the country by winning the world championship and gold in yoga

Truth Of Bengal: থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয় করে আনলো পূর্ব মেদিনীপুর জেলার তমলকের অনন্যা প্রামানিক। তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। তমলুক শহরের ১৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা। সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসনই অনন্যার ধ্যানজ্ঞান।

ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব ১৩ থেকে ১৫ বয়সের যোগাসনে অংশ নেয় অনন্যা। প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নেয়।

ক্লাস সেভেনের অনন্য ২০২১ সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে। তার পর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে সফলতা অর্জন করে। এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহন৷ আর তাতেই সাফল্য লাভ হওয়ায় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহন করা এমনটাই জানালো অনন্যা।

সে আরও জানায় তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা ও নিখিল ঘোড়াই অবদান অনস্বীকার্য। আগামীদিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহন করে সফল হতে চাই। মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা,বাবা, দাদু ঠাকুমা থেকে প্রতিবেশীরা।  তারা চাইছে আগামীদিনে অনন্যা আরও সফলতা লাভ করুক তমলুক, জেলা, রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক।

Related Articles