
The Truth of Bengal: অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন ২২জানুয়ারি। মন্দির উদ্বোধনের জন্য ভক্তসমাজের মধ্যে বিশেষ আবেগ লক্ষ্য করা যাচ্ছে।ভারতের নানা প্রান্তের মতোই এরাজ্যের রামভক্তরাও অযোধ্যা যাত্রায় সামিল হয়েছেন।সেই রাম আর্শীবাদ লাভের আশায় এবার সাইকেলেই যাত্রা শুরু করলেন রাজ্যের দুই রামভক্ত। যাঁদের মধ্যে সৌমিক বৈদ্য নামে এক রামভক্তের আবার পা নেই। গোবরডাঙার সৌমিক বৈদ্য ও রাকেশ মণ্ডলের সেই যাত্রা ভক্তমহলে বিশেষ সাড়া ফেলেছে।দুই বন্ধু চান ভগবান রামচন্দ্রের আর্শীবাদ যেন এই বঙ্গেও পড়ে।
৯তারিখে সাইকেল নিয়ে গোবরডাঙার বাড়ি থেকে রওনা দিয়েছেন তাঁরা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত প্রান্তের মানুষজন। ইতিমধ্যে দুই যুবক মিলে আসানসোল পেরিয়ে সাইকেল করে বাংলা ঝাড়খণ্ড সীমানা পার করেছেন।যার মধ্যে একজনের একটি পা নেই। সকলে যখন বাস –ট্রেনে যাত্রা করে রামের আর্শীবাদ নেওয়ার চেষ্টা করছেন তখন পরিবেশবান্ধব যানে রামের জন্মভূমি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েছেন বিশেষ ভাবে সক্ষম এক যুবক ও তাঁর বন্ধু।
সনাতনী ধর্মের কাছে এই রাম মন্দির একটা বিশাল পাওনা।রাম লালার স্থাপন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তেতার রামচন্দ্রের অযোধ্যায় নবরূপে ফিরে আসার এই ধর্মীয় আচার অনুষ্ঠানে সাক্ষী হওয়ার জন্য সাইকেল সফর,তাঁদের জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আশায় দুই ভক্ত।