রাজ্যের খবর

রাস্তায় গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা, চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

Attempted robbery by stopping a car on the road, police arrested four criminals

Truth Of Bengal: বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি: রাজ্য জুড়ে দুর্গোৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার কোন জায়গায় খামতি রাখতে নারাজ রাজ্য সরকার। উৎসবের কারণে শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাতেও আঁটোসাঁটো নিরাপত্তা। বেশ কিছুদিন ধরেই শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় জাতীয় সড়ক বা রাজ্য সড়ক গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির চেষ্টা করছিল বেশ কয়েকজন দুষ্কৃতী।

এই খবর পৌঁছায় পুলিশের কাছে।‌ এরপরেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি পুটিমারি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এবং গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের নাম অমল বর্মন,বিশাল রায়,এমডি আখতার,শুভম আগরওয়াল। অমল ফুলবাড়ি নওয়াপাড়ার, বিশাল ভোলা মোড়,আখতার সাউথ কলোনির এবং শুভম মিলনপল্লির বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। এবং ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Related Articles