চলতি ট্রাকের ভেতরেই করছে স্নান! দেখুন ভাইরাল সেই ভিডিও
athing inside the current truck! The video went viral

The Truth Of Bengal Desk: চলতি বছরের গরমের দাপট বেড়েছে কয়েক গুণ। গরমের শুরু থেকেই এক প্রকার চোখ রাঙানি দিচ্ছে প্রখর রোদ। সেই গরম থেকে বাঁচতে একেক জন একেক রকমের উপায় বেছে নিচ্ছেন। কেউবা এসির হাওয়ার সাহায্যে বাঁচতে চাইছেন গরম থেকে, আবার কেউবা ফ্যানের হাওয়ায়। তবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ট্রাক ডাইভারের আজব কান্ড দেখে চমকে উঠেছে প্রত্যেকেই। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ট্রাক ড্রাইভার ট্রাক চালাতে চালাতে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য নিজের গায়ে জল ঢালছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর সেই ভিডিও নিয়ে সমালোচনা শুরু করেছে প্রত্যেকেই।
যদি বছরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। সেই গরম থেকে বাঁচতে একাধিক পদ্ধতি ব্যবহার করছেন প্রত্যেকেই। তবে আজব এক ট্রাক ড্রাইভারের কান্ড দেখে অবাক হবেন না আপনিও। বাড়তে থাকা গরমের হাত থেকে নিজেকে বাঁচাতে ট্রাক চালাতে চালাতেই নিজের শরীরের জল ঢালছেন এই ট্রাক ডাইভার।
দেখুন সেই ভাইরাল সেই ভিডিও..