আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প, জলকষ্ট দূর সুন্দরবনবাসীর
Arsenic free drinking water project

The Truth of Bengal: নদী-নালা দিয়ে ঘেরা সুন্দরবনে জলের অভাব নেই। তবে পানীয় জলের সমস্যা আছে প্রায় সব জায়গায়। পর্যাপ্ত জল মিললেও তা পানের অযোগ্য। কারণ তাতে মিশে আছে বিষ আর্সেনিক। তাই সুন্দরবনের প্রায় সব এলাকায় আছে পানীয় জলের সমস্যা। বাধ্য হয়ে অনেক দূর থেকে ডিপ টিউবওয়েলের জল আনতে হয় এলাকাবাসীর। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের তকিপুর গ্রামের মানুষের সেই সমস্যা দূর করল প্রশাসন। আর্সেনিকমুক্ত পানীয় জল পেয়ে খুশি সুন্দরবনবাসী।
প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প। এবার এলাকার মানুষ পাবে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানীয় জল। গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবি করে আসছিল পঞ্চায়েতের কাছে। অবশেষে তাঁদের সেই চাহিদা পূরণ করল প্রশাসন। খুশি এলাকার মানুষ।
আমলানি গ্রামে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজি। ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল।
এতদিন পানীয় জল আনতে এলাকার মানুষকে কয়েক কিলোমিটার দূরে যেতে হতো। আবার অনেকেই কিনে চাহিদা মেটাতেন। এবার বাড়ির পাশে আর্সেনিকমুক্ত পানীয় জলের প্রকল্প তৈরি হওয়ায় তাঁদের সেই সমস্যা দূর হল। সবার জন্য আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন।