রাজ্যের খবর

বাড়িতে বসেই করা যাবে অভিযোগ, উদ্যোগ আরামবাগ থানার

Arambagh Police Station takes initiative to file complaints from home

Truth Of Bengal: সাধারণ মানুষের স্বার্থে আরামবাগ থানার পক্ষ থেকে শুরু করা হল ই-জিডিই। এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ করতে পারবেন আরামবাগের মানুষ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরামবাগ থানার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিষয়টি মানুষকে জানাতে এদিন আরামবাগ থানার পক্ষ থেকে একটি পদযাত্রাও করা হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং-সহ একাধিক পুলিশ অধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা।

মূলত, সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে বা কোন রকম প্রতারণার শিকার হলে তারা এই ই-জিডিই-র মাধ্যমে বাড়িতে বসে থানায় অভিযোগ জানাতে পারবেন।

এর মাধ্যমে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের জন্য তৈরী করা হয়েছে একটি লিংক। লিংকের মাধ্যমে কেও অভিযোগ জানাতে না পারলে তাঁদের জন্য কিউআর কোডেরও ব্যবস্থা করা হয়েছে। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করছেন আরামবাগ এসডিপিও।

Related Articles