
Truth Of Bengal: আবারো চুরির ঘটনা ঘটলো নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত মাঝেরপাড়া এলাকায়। জানা যায়, ওই বাড়িতে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা থাকতেন। ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। সেই কারণেই তিনি তার আরেকটি বাড়ি নবদ্বীপে গিয়ে মাঝেমধ্যে থাকতেন।
১৫ দিন আগে তিনি কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপে চলে যান। ওই বাড়িতে তারই মেয়ে এবং জামাই মাঝেমধ্যে আসতেন দেখাশোনা করতে। মঙ্গলবার বেলায় যখন বাড়িতে আসেন দেখতে তখনই দেখেন দরজা খুলে ঘর এলোমেলো করা। সাথে ঘরের আলমারি ভাঙ্গা।
এরপরেই ঘরের মধ্যে থেকে দেখা যায় পেছনে জানলার একটি গ্রিলকে খুলে সেখান দিয়ে চোর ভেতরে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যায়। এরপর বাড়ির তরফ থেকে ওই ব্যক্তির মেয়ে তার মাকে ফোন করলে তিনি কৃষ্ণনগরে আসেন। তবে এই ঘটনায় আশেপাশের কেউ কোনরকম আওয়াজ পাননি বা কেউ কিছু জানতেও পারেননি যে কিভাবে হল এই চুরির ঘটনা। ঘর থেকে বেশকিছু নগদ টাকা এবং সমস্ত সোনাদানা চুরি হয় বলে জানা যায়। মাঝের পাড়া এলাকায় এই বাড়িটি গুরুদেব বাড়ি বলে পরিচিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।