রাজ্যের খবর

ফের পুলিশের হাতে বিরাট জয়, উদ্ধার ৪০ লক্ষ টাকার সোনার বিস্কুট

Another big victory for the police, gold biscuits worth 40 lakh rupees recovered

Truth Of Bengal : ফের পুলিশের হাতে বড় সাফল্য। অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ। জানা গেছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, সেই খবরের উপর ভিত্তি করে তারা ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোরের কাছে অভিযান চালায়। আর সেই অভিযান চালিয়েই পুলিশের হাতে লাগে ৪০ লক্ষ টাকার সোনার বিস্কুট।

ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এক ব্যক্তিকে আটক করে। যদিও তার থেকে সোনার বিস্কুট উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম শ্রবণ কুমার। সে বিহারের দ্বারভাঙ্গা এলাকার বাসিন্দা। সূত্রের খবর এই মূল্যবান সোনার বিস্কুট নিয়ে তার বিহারে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল। তবে পুলিশের চেষ্টায় সেই পরিকল্পনা বিফলে চলে যায়।

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছ ওই ব্যক্তির কাছ থেকে ৪৬৪ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সেই সোনার বিস্কুটের ভারতীয় মুদ্রা অনুযায়ী দাম প্রায় ৪০লক্ষ টাকা। এই বিপুল পরিমান সোনার বিস্কুট আনা হয়েছিল আসাম থেকে। প্ল্যান ছিল আসাম থেকে এই সোনা নিয়ে যাবে বিহারের উদ্দেশ্যে। তবে এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।