রাজ্যের খবর

ফের রানাঘাট পুলিশের জালে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

Another Bangladeshi infiltrator caught by Ranaghat police

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: আবার পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই নিয়ে নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় প্রায় দুশোর বেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গতকাল মধ্যরাতে নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত আর কিসমা খেলার মাঠে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ, এরপর ২৮ বছর বয়সী অর্জুন হালদার নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

তবে এই ঘটনায় একটি সুনিধিষ্ট মামলাও নথিভুক্ত করা হয়েছে পুলিশের তরফে। শুক্রবার ধৃতকে তোলা হয় আদালতে। পুলিশ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফের নজর এড়িয়ে একের পর এক অনুপ্রবেশকারীরা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে ঢুকে পড়ছে, এরপর ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে গা ঢাকা দিয়ে থাকছে মাসের পর মাস। ভারতীয় নাগরিকত্ব তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। স্বভাবতই বাংলাদেশের এমত পরিস্থিতিতে বিএসএফের নজর এড়িয়ে কিভাবে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা এই নিয়ে বারবার প্রশ্ন তুলছে রাজ্য পুলিশ প্রশাসন। তাহলে কি সীমান্তে নজরদারিতে ব্যর্থ বিএসএফ।

জানা যায়, ধৃত অনুপ্রবেশকারী অর্জুন হালদারের বাড়ি বাংলাদেশের মহেশপুর থানা এলাকায়। প্রথমে তারকাটা পেরিয়ে রানাঘাটের তাহেরপুরে গা ঢাকা দিয়েছিল সে, পুলিশের কাছে খবর আসতেই বেশ কয়েকদিন ধরে ওই অনুপ্রবেশকারীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। গতকাল রাতে পুলিশের সাফল্য মেলে। তবে কি জেলার বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে অনুপ্রবেশকারীরা। রানাঘাট পুলিশ জেলার তরফেও চলছে কড়া নজরদারি। অনুপ্রবেশকারীর সন্ধান পেলেই একে একে করা হচ্ছে গ্রেফতার।

Related Articles