রাজ্যের খবর

দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, মৃত ১, জখম বহু

পথে কুতুবগঞ্জ এলাকায় একটি বেপরোয়া ট্র্যাক্টর তীব্র গতিতে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে।

Truth Of Bengal: গর্ভবতী মহিলাকে হাসপাতালে আনার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। প্রাণ হারাল গর্ভবতী মহিলার পেটে থাকা শিশুটিও। আহত হয়েছেন মোট ৬ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটা পলাশবোনা এলাকার বাসিন্দা গর্ভবতী বিউটি খাতুনকে কুমারগঞ্জ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল অ্যাম্বুলেন্সে।

অ্যাম্বুলেন্সে ছিলেন তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য। পথে কুতুবগঞ্জ এলাকায় একটি বেপরোয়া ট্র্যাক্টর তীব্র গতিতে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে। ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাবিয়া বিবি নামে এক গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্ঘটনায় গর্ভবতী বিউটি খাতুনের পেটে থাকা শিশুটিরও মৃত্যু হয়।

গুরুতর জখম অবস্থায় বিউটি খাতুনকে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles