বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনে বৈকুন্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিস
Ambari Phalakata Range Office of Baikunthpur Division organized free eye examination camp

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল বৈকুন্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিস। বৈকুন্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল কুন্দর দিঘি বিট অফিসে রবিবার সকাল থেকে। সেই শিবিরে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের অধিন বিভিন্ন গ্রামের মানুষ ভির জমিয়েছিল চক্ষু পরিক্ষা করাতে।
এই ধরনের শিবির পেয়ে খুসি গ্রামের মানুষ। সেই শিবিরে উপস্থিত ছিলেন বন আধিকারিক রাজা এম, সাথে ছিলেন আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক সহ বন কর্মীরা। এই বিশয়ে গ্রামের মানুষ জানায় আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করায় অনেক সুবিধা হল গ্রামের মানুষের। অনেকেই অর্থের অভাবে শহরে গিয়ে চক্ষু পরিক্ষা করাতে পারে না। গ্রামের মধ্যে বনদপ্তর এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পেয়ে খুশি সকলে।
অন্য দিকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের পক্ষ থেকে জ্যোতির্ময় দত্ত জানান, “শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন জায়গার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন করা হয়। এবার বনদপ্তরের উদ্যোগে এই শিবির করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। কারন বনাঞ্চলের গ্রামের মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারছে।”
এদিকে বন আধিকারিক রাজা এম জানান, “বন দপ্তর এর উদ্যোগে ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের সহযোগিতায় বনাঞ্চলের গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হল। এই ধরনের শিবির ভবিষ্যতে আরও করা হবে। সাথে বনাঞ্চলের গ্রামের মানুষের জন্য আরো কি কি করা যায় তা দেখা হচ্ছে। এর কারন বনাঞ্চলের গ্রামের মানুষ বন কে সুরক্ষা দেয় প্রতিনিয়ত। বনাঞ্চল রক্ষা পাচ্ছে গ্রামের মানুষের জন্য। আর সেই কারণে গ্রামের মানুষের জন্য বনদপ্তর এর পক্ষ থেকে সব রকম সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রতিনিয়ত। বনাঞ্চলের গ্রামের মানুষ স্বাবলম্বী হয় তার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। বনকে রক্ষা করতে বনাঞ্চলের গ্রামের মানুষকে রক্ষা করতে হবে।”