রাজ্যের খবর

বেলুড়ে রাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় তরুণীর উপর অ্যাসিড হামলা, চাঞ্চল্য এলাকায়

Allegation of acid attack on a young woman while she was sleeping in her house at night in Belur

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : আরজি কর কান্ডের প্রতিবাদের হওয়া এখনো গরম এই আবহের মধ্যেও এত টুকুও দুষ্কৃতীদের মধ্যে ভয় আসেনি। আরজি কর কান্ডের প্রতিবাদ নিয়ে যখন দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে । প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল ধর্না চলছে। এর মাঝেই বেলুড়ে ভোট বাগান এলাকায় এক তরুণী কে এসিড হামলার শিকার হতে হলো।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত আনুমানিক ১২: ৫০ নাগাদ। রাতে নিজের টালির চালের বাড়ি তে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় কেউ এসিড‌ জাতিয় কোনো তরল পদার্থ জানালা দিয়ে ছোঁরে এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের তাতেই আক্রান্ত হন ওই তরুণী। সঙ্গে সঙ্গে আক্রান্ত ওই তরুণীকে নিয়ে স্থানীয় টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে পরে তাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

হাওড়া বার্ন বিভাগে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁকে কলকাতা এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ও মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের ডি সি পি নর্থ বিশপ সরকার সহ পুলিশ আধিকারিকরা। বিশপ সরকার জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তরুণীর বাবা জানান তার মেজো মেয়ে পরিবারের সদস্যদের সাথে ঘুমাচ্ছিল মাঝ রাতে এই ঘটনা ঘটে। কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে তেমন কাউকে সন্দেহ করতে পারছেন না।

কারোর সাথে খারাপ সম্পর্ক নেই কোনো শত্রুতা নেই। পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের উপর ভরসা আছে বলে জানান। হাসপাতালে চিকিৎসা চলছে ওই তরুণী এখন ভালো আছে বলে জানান। এই ধরনের কাজের সাথে কারা যুক্ত থাকতে পারে ? সবদিক খতিয়ে দেখছেন পুলিশ।প্রসঙ্গত , বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Related Articles