কাঁকসায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এগ্রিকালচার দফতরের আধিকারিক সহ আরও এক,
Agriculture department official seriously injured in traffic accident in Kanksa

The Truth Of Bengal: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো দু জন। ঘটনাটি ঘটেছে কাঁকসার বামুনগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুপুর ২টো নাগাদ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর। স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুঘটনাগ্রস্থ গাড়ি টিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গিয়েছে আসানসোল থেকে এগ্রিকালচার দফতরের এক আধিকারিক ছোট গাড়িতে করে কাঁকসার বনকাটি গ্রামে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছিলেন। সেই সময় কাঁকসার বামুনগ্রাম সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে বীরভূম থেকে পানাগড় গামী একটি ডাম্পার ওই ছোট গাড়িতে ধাক্কা মারলে আহত হন ওই আধিকারিক গাড়ির চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। দ্রুত স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
Free Access